khobor24h
ঢাকামঙ্গলবার , ২০ মে ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. জবস
  11. জাতীয়
  12. ট্যুরিজম
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশ ও জনপদ
  15. ধর্ম ও জীবন
   
আজকের সর্বশেষ সবখবর

বন্দরে তুলার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষয়ক্ষতি প্রায় ৮০ লাখ টাকা।

Najmul Khandaker Abir
মে ২০, ২০২৫ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

বন্দর প্রতিনিধি -,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৫ নং ওয়ার্ড লক্ষন খোলায় অবস্থিত একটি তুলার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (২০ মে) সকাল ৮টার দিকে উত্তর লক্ষণখোলা এলাকার হাইওয়ে সড়কের পাশে অবস্থিত ফয়েজ আহমেদের মালিকানাধীন কারখানায় এ আগুন লাগে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের থেকে জানা যায়, হঠাৎ করেই কারখানার একটি অংশে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো কারখানায়। আগুন নিয়ন্ত্রণে আনতে স্থানীয়রা প্রথমে চেষ্টা চালালেও পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ঘটনায় কারখানার ভেতরে থাকা মূল্যবান তুলা, যন্ত্রপাতি ও অন্যান্য মালামাল সম্পূর্ণরূপে পুড়ে যায়। মালিকের প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, কারখানাটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপক সরঞ্জাম ছিল না, যার কারনে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক।
এ বিষয়ে ফয়েজ আহমেদ জানান, এই আগুন আমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি। এত বছর ধরে পরিশ্রম করে গড়ে তোলা কারখানাটি এক নিমিষেই শেষ হয়ে গেল।অগ্নিকান্ডের সুত্রপাতের
ঘটনাটির স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।