khobor24h
ঢাকামঙ্গলবার , ৮ জুলাই ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. জবস
  11. জাতীয়
  12. ট্যুরিজম
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশ ও জনপদ
  15. ধর্ম ও জীবন
   
আজকের সর্বশেষ সবখবর

বন্দরে ফারুক গংদের বিরুদ্ধে ছাত্রদল নেতা রোমান উপর হামলায় থানায় অভিযোগ

Najmul Khandaker Abir
জুলাই ৮, ২০২৫ ১০:২১ অপরাহ্ণ
Link Copied!

বন্দর প্রতিনিধিঃ  নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৫ নং ওয়ার্ডের দক্ষিণ লক্ষ খোলা এলাকায়  ছাত্র দল নেতা রোমানের উপর অতর্কিত হামলা চালিয়ে লোহার রড় দিয়ে পিছিয়ে গুরুতর আহত করেছে  একাধিক মামলার আসামী সন্ত্রাসী  ফারুক ও তার সাঙ্গপাঙ্গরা । গত ৮ই জুলাই মঙ্গলবার বেলা 11 টায় এলাকার জৈনক জাফরউল্লাহ সাউদের বাড়ির সামনে বালুর মাঠে এ ঘটনাটি ঘটে। এলাকাবাসী আহত রোমানকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। এ ব্যাপারে ছাত্রদল নেতা আওত রোমান বাদী হয়ে  বিকেলে সন্ত্রাসী ফারুকসহ ১২ জনের নাম উল্লেখ করে আরো ১০-১৫ জনকে অজ্ঞাত করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।   অভিযোগের সূত্রসহ আহত ছাত্র দল নেতা রোমান জানান গণমাধ্যমকে জানায়, ঘটনার সময় আমি ও আমার এলাকার ২/৩ জন ছোট ভাইদের সাথে দাঁড়িয়ে বালুর মাঠের কনারে কথা বলছিলাম। এ সময় ফারুক  উক্ত অনুষ্ঠানে এসে  আমাকে  এই দিকে আয় কথা আছে। আমি তার কথায় তার সামনে আসি।পরবর্তীতে আমাকে উদ্দেশ্য করিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করে।আমি গালিগালিজ করিতে বাধা নিধেষ করলে। একপর্যায়ে  ফারুক আমাকে চর থাপ্পড় শুরু করে পরে তার  হুকুমে তার সাঙ্গপাঙ্গরাপূর্ব পরিকল্পিতভাবে বে-আইনী জনতাবদ্ধে দেশীয় ধারালো অস্ত্র সস্ত্র ও বাঁশের লাঠি, কাঠের ডাসা এবং লোহার রড নিয়া আমার উপর অতর্কিত হামালা করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে।ফারুক ও তার সাঙ্গপাঙ্গরা  হত্যার উদ্দেশ্যে আমাকে ধারালো চাপিতি দিয়া কুপ মারিলে আমি সরে গেলে আমার বাম হাতের কুনুইয়ের উপরে লাগিয়া  জখম হয়।তার সাঙ্গপাঙ্গরা আমাকে হত্যার উদ্দেশ্যে গলায় চাপিয়া ধরিয়া রাখে। আমার ডাক চিৎকারে আমার ফুফাত ভাই মোঃ ইমরান (২৫), ছোট ভাই সোহেল এবং তারেক আগাইয়া আসিলে ফারুকের সাঙ্গপাঙ্গরা বাঁশের লাঠি, কাঠের ডাসা এবং লোহার রড দিয়া এলোপাথারী ভাবে তাদেরও মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। এক পর্যায়ে  আশপাশের লোকজন আগাইয়া আসিলে ফারুক ও তার সাঙ্গপাঙ্গরা আমাদের প্রকাশ্যে খুন সহ বিভিন্ন ভয়ভীতি ও হুমকী প্রদান করে চলে যায়। আশেপাশের লোকজনের সহায়াতায় আমি বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  গিয়া চিকিৎসা গ্রহন করি। প্রাথমিক চিকিৎসা শেষে  ১।মোঃ ফারুক হোসেন (৫১), পিতাঃ মৃতঃ হক বেপরী, ২। নজরুল ইসলাম (৫৮), পিতাঃ মৃতঃ কামাল বেপারী, ৩। মোঃ রহমান (৩৫), পিতাঃ মৃতঃ হাশেম, ৪। মোঃ সামু (৫৮), পিতাঃ মৃতঃ আঃ বাতেন, ৫। মোঃ সাবের (২৫), পিতাঃ মোঃ ইউসুফ, ৬। মোঃ দাদন (৪৫), পিতাঃ আঃ মালেক, ৭। মোঃ রওশন আলী (৪৫), পিতাঃ ইউসুফ, ৮। সৌরভ (২৭), পিতাঃ মহিউদ্দিন, ৯। জুবায়ের (২৭), পিতাঃ জসিম উদ্দিন, ১০। কারুজ্জামান (৪২), পিতাঃ মৃতঃ শাহাবুদ্দিন, ১১। জাকির (৪০), পিতাঃ মৃতঃ মতেন, ১২। মোঃ ফারুক (৪৫), পিতাঃ অজ্ঞাত, সর্ব সাং-দক্ষিন লক্ষণখোলা, থানা-বন্দর, জেলা- নারায়ণগঞ্জ সহ অজ্ঞাতনামা ১০/১৫ জনের বিরুদ্ধে আসামি করে বন্দর থানাতে অভিযোগ দায়ের করি।রোমান আরো বলেন , ফারুকের বিরুদ্ধে বন্দর থানায় মাদক চাঁদাবাজি সহ প্রায় তিন থেকে চারটি মামলা রয়েছে। নিজের অপকর্ম বিস্তারের জন্য সে আমার উপর হামলা চালিয়েছে। ফারুক গংদের যথাযথ  আইনানুগ ব্যবস্থা গ্রহণ করারা জন্য প্রশাসনের কাছে আমি জোড়  দাবী করছি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।