জুলাই মাসের গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নয়াপল্টনে অনুষ্ঠিত “জাতীয় বিজয় র্যালিতে” অংশগ্রহণ করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। বুধবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিআরটিসি মোড়ে জড়ো হয়ে কয়েক হাজার নেতাকর্মী এই র্যালিতে অংশ নেন।
এদিন মহানগর বিএনপির অধীন বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা র্যালিতে অংশগ্রহণ করেন। কারও মাথায় ছিল নানা রঙের ক্যাপ, কারও হাতে ছিল জাতীয় পতাকা ও দলীয় পতাকা। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় গোটা নয়াপল্টন এলাকা। পুরো পরিবেশ ছিল উৎসবমুখর ও শান্তিপূর্ণ।
🎤 র্যালিতে উপস্থিত ছিলেন:
এডঃ মোঃ সাখাওয়াত হোসেন খান, আহ্বায়ক, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এডঃ মোঃ আবু আল ইউসুফ খান টিপু ,সদস্য সচিব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতৃবৃন্দ গণজমায়েতে উপস্থিত সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং বলেন, ভোটাধিকার, মানবাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে এই বিজয় র্যালি একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। কেন্দ্র ঘোষিত কর্মসূচির প্রতি শ্রদ্ধা রেখে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এই আন্দোলনের সহযাত্রী হিসেবে রাজপথে সক্রিয় থাকবে বলেও তারা জানান।
এই সময় নেতাকর্মীদের মধ্যে ছিল চাঙ্গা মনোভাব, দলীয় সংহতি ও শৃঙ্খলার প্রশংসনীয় উদাহরণ।




