khobor24h
ঢাকাবৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. জবস
  11. জাতীয়
  12. ট্যুরিজম
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশ ও জনপদ
  15. ধর্ম ও জীবন
   
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে ফতুল্লায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিক সোনালীকে হুমকির অভিযোগ

Najmul Khandaker Abir
ডিসেম্বর ৪, ২০২৫ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

ফতুল্লা প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিক সোনালীকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এই বিষয়ে সংবাদকর্মী মোসাঃ সোনালী নিজে ফতুল্লা মডেল থানায় হাজির হয়ে গাবতলী এলাকার উজ্জল নামের এক সন্ত্রাসীর বিরুদ্ধে সাধারণ ডায়েরী করেছেন।

বুধবার (৩ ডিসেম্বর) থানায় হওয়া জিডির আবেদনে মোসাঃ সোনালী উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে সুনামের সাথে সাংবাদিকতা করে আসছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে সস্তাপুর গাবতলার মোড় এলাকায় স্যামসাম গার্মেন্টস সংলগ্ন মারামারি ও লুটপাটের একটি ঘটনার সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পরিস্থিতি বোঝার চেষ্টা করার সময় উজ্জল নামের ওই ব্যক্তি তাকে দেখে নেওয়ার হুমকি দেয় এবং ভবিষ্যতে বড় ধরনের ক্ষতি করার ঘোষণা দেয় বলে ডায়েরীতে উল্লেখ করেন তিনি।

হুমকির পর তিনি নিজেকে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন। নিরাপত্তার স্বার্থে বিষয়টি থানায় ডায়েরীভুক্ত রাখার প্রয়োজনীয়তার কথাও জানান তিনি। ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, আবেদনের ভিত্তিতে বিষয়টি বিবেচনা করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, সোনালী দীর্ঘদিন যাবত দৈনিক সোজাসাপটা পত্রিকায় সুনামের সাথে বস্তুনিষ্ঠতার ও নিরপেক্ষতার সাথে সাংবাদিকতায় পেশাগত দ্বায়িত্ব পালন করে আসছে।
সাংবাদিক মহলের কাজে বাধা প্রদান ও হুমকির বিষয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সোজাসাপটা পত্রিকার প্রকাশক ও সম্পাদক আবু সাউদ মাসুদ বলেন, এমন কর্মকাণ্ডে সাংবাদিক সমাজ ব্যথিত। আমরা এর সুষ্ঠু বিচার ও সন্ত্রাসীদের শাস্তির দাবী জানাই।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!