khobor24h
ঢাকাশুক্রবার , ৫ ডিসেম্বর ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. জবস
  11. জাতীয়
  12. ট্যুরিজম
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশ ও জনপদ
  15. ধর্ম ও জীবন
   
আজকের সর্বশেষ সবখবর

সিদ্ধিরগঞ্জ থানার বৈষম্য বিরোধী ছাএআন্দলোনকারীদের হত্যায় মামলার আসামী বন্দরের সেচ্ছা”লীগের নেতা পিরু মিয়ার গ্রেফতার দাবী

Najmul Khandaker Abir
ডিসেম্বর ৫, ২০২৫ ১:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

বিশেষ  প্রতিনিধি -৫ই আগস্ট ফ্যাসিবাদ সরকারের পট পরিবর্তনের মধ্য দিয়ে খুনি হাসিনার পলায়ন মধ্যে দিয়ে বৈষম্য বিরোধী  ছাএআন্দোনকারীদের হত্যায় মামলায় সিদ্বিরগঞ্জ থানায় অন্যতম আসামী সাবেক কাউন্সিল ২৩ নং ওয়ার্ড দুলাল প্রধান অন্যতম সহযোগী নারায়ণগঞ্জ বন্দরের স্বলপেরচক এলাকা সেচ্ছাসেবকলীগ নেতা পিরু মিয়া ছাএ হত্যায় সিদ্ধিরগঞ্জ থানায়  মামলার আসামি প্রকাশ্য গুড়ে বেড়াচ্ছে  তথ্য মতে তার বিরদ্ধে রয়েছে নানা অভিযোগ বিগত  পট পরিবর্তন  এবং ফ্যাসীবাদ সরকার আমলে স্বল্পের চক এলাকায়   চাঁদা বাজী ভূমি দস্যুতা সহ   নানা রকমের অভিযোগ এই  সেচ্ছাসেবকলীগ নেতা  পিরু মিয়ার বিরুদ্ধে  এছাড়াও  এলাকায় এক সময়ে এাস রাজত্ব গড়ে তুলেছেন সেচ্ছাসেবকলীগ নেতা  এলাকাবাসী জানায়  জনমনে এখন আতংক মূর্তিমান হয়ে প্রকাশ্য গুড়ে বেড়াচ্ছে  বলেয় এলাকায় বাসী জানায় জনমনে প্রস্ন ৫ই আগষ্টে দুলাল সহযোগী হিসেবে ছাএদের  সারাদেশের মতো ন্যায় নারায়নগঞ্জ ৫ ই আগস্ট শামীম ওসমান  সহযোগী সাবেক কাউন্সিল  ও সাবেক মহানগর সাধারন সম্পাদক সেচ্ছাসেবলীক নেতা দুলাল প্রধান এর  সহযোগী শামীম ওসমান এর সাথে ছাএদের উপর  চাষাড়ায় গুলি  বর্ষন ঘটনায়  সিদ্ধিরগঞ্জ  থানায় হত্যায় মামলার একাধিক  আসামি  সাথে সেচ্ছাসেবকলীগ নেতা পিরু মিয়া  আসামী হন এই নেতার প্রকাশ্য গুড়ে বেড়ানো নিয়ে আইন প্রশাসনে উপর প্রস্ন জাগে এলাকায় বাসী বলে হত্যায় মামলার আসামি প্রকাশ্য প্রশাসনের সামনে গুড়ে বেড়াচ্ছে কিভাবে  এলাকায় বাসী তার দ্রুত গ্রেফতার দাবী জানান আইন  প্রশাসনের কাছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!