khobor24h
ঢাকাবুধবার , ১৩ আগস্ট ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. জবস
  11. জাতীয়
  12. ট্যুরিজম
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশ ও জনপদ
  15. ধর্ম ও জীবন

বন্দরে ২ নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Najmul Khandaker Abir
আগস্ট ১৩, ২০২৫ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

বন্দরে পৃথক অভিযান চালিয়ে ২ নারী মাদক কারবারিসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই সময় গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ১০৫ পিছ ইয়াবা ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো বন্দর থানার নবীগঞ্জ রওশনবাগ এলাকার মৃত শহিদ মিয়ার ছেলে বাবু (৩৮) ও তার স্ত্রী নূর জাহান (৩৪) একই থানার দড়ি সোনাকান্দা এলাকার মৃত আফতাব উদ্দিন মিয়ার ছেলে গোলাপ মিয়া (৭৫) তার ছেলে রিংকু (৩৫) ও দড়ি সোনাকান্দা এলাকার হাজী আহসান উল্ল্যাহ মিয়ার মেয়ে রাবেয়া বেগম (৩০)। বন্দর পৃথক স্থান থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধারের ঘটনায় বন্দর থানার এস আই মোতালেব ও অপর এসআই মিজানুর রহমান সজিব বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে পৃথক দুইটি মামলা রুজু করেছে। যার মামলা নং- ২০(৮)২৫ ও ২১(৮)২৫। ধৃতদের মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উল্লেখিত পৃথক মাদক মামলায় এদেরকে আদালতে প্রেরণ করেচে পুলিশ। এর আগে গত সোমবার (১১ আগস্ট) রাতে বন্দর থানার দড়ি সোনাকান্দা ও নবীগঞ্জ নূরবাগ এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, বন্দর থানার এসআই আব্দুল মোতালেবসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে দড়ি সোনাকান্দা এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজাসহ গোলাপ মিয়া ও তার ছেলে রিংকু এবং রাবেয়া বেগমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এ ছাড়াও বন্দর থানার অপর এসআই মিজানুর রহমান সজিবসহ সঙ্গীয় ফোর্স নবীগঞাজ রওশনবাগ এলাকায় অভিযান চালিয়ে ৫৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ বাবু ও তার স্ত্রী নূর জাহানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।