khobor24h
ঢাকামঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. জবস
  11. জাতীয়
  12. ট্যুরিজম
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশ ও জনপদ
  15. ধর্ম ও জীবন

বন্দরে ভিডাব্লিউআই চক্র ২০২৫-২০২৭ কার্ড বিতরণ

Najmul Khandaker Abir
আগস্ট ১৯, ২০২৫ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

বন্দর প্রতিনিধি -নারায়ণগঞ্জের বন্দরে ভিডাব্লিউআই (ভালনারেবল উইমেন ইনিশিয়েটিভ) চক্র ২০২৫-২০২৭ কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) সকাল ১১টায় কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ ভবন প্রাঙ্গণে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ কার্ড বিতরণ করা হয়। এদিন মোট ২৪৯ জনের মাঝে কার্ড বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জামান মিয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য হাবিবুর রহমান হাবিব, ৪নং ওয়ার্ড সদস্য মাহবুব হোসেন, ৭নং ওয়ার্ড সদস্য মহসিন, ৮নং ওয়ার্ড সদস্য মফিজুল ইসলাম, ৯নং ওয়ার্ড সদস্য মনির হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য শিখা আক্তার (১,২,৩নং ওয়ার্ড), সংরক্ষিত মহিলা সদস্য বিউটি বেগম (৪,৫,৬নং ওয়ার্ড) এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাব রক্ষক গৌতম চন্দ্র দত্ত।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ কার্ডের ফলে সমাজের পিছিয়ে পড়া নারীরা আবারও মূল ধারায় যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন। ভিডাব্লিউআই কার্ডের মাধ্যমে সুবিধাভোগীরা আর্থিক সহায়তা, খাদ্য ও প্রশিক্ষণের সুযোগ পাবেন। ফলে তারা সংসারে অর্থনৈতিক অবদান রাখতে সক্ষম হবেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।