বিশেষ প্রতিনিধি… বন্দরে গৃহহীন আনোয়ার হোসেন পরিবারকে নতুন ঘর উপহার দিলেন নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের এমপি প্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেন।
বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ছোটবাগ এলাকার অসহায় ও গৃহহীন ঐ বাসিন্দাকে ব্যক্তিগত অর্থায়ণে নতুন একটি পাকা ঘর নির্মাণ করে দিয়েছেন তিনি। ২টি বেডরুম, ১টি ওয়াশরুম ও ১টি কিচেন সমন্বিত আধুনিক সুবিধাসম্পন্ন এই ঘরটি আনোয়ার হোসেন ও তার পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
বুধবার বাদ আসর দোয়া মাহফিলের মাধ্যমে ঘরটির উদ্বোধন ও হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাকসুদ হোসেনের সহধর্মিণী, বিশিষ্ট সমাজসেবিকা ও সাবেক চেয়ারম্যান নার্গিস মাকসুদ। তিনি ঘরের চাবি আনোয়ার হোসেন ও তার পরিবারের হাতে তুলে দেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের কর্মীসহ এলাকাবাসী উপস্থিত থেকে এ মহতী কার্যক্রমকে স্বাগত জানান।
আনোয়ার হোসেন আবেগাপ্লুত কণ্ঠে জানান, দীর্ঘদিন যাবৎ তিনি গৃহহীন অবস্থায় সরকারি-বেসরকারি দপ্তরে ঘুরেও কোনো সহায়তা পাননি। অনেক সময় খোলা আকাশের নিচে পরিবার নিয়ে দিন কাটাতে হয়েছে। পরে আলহাজ্ব মাকসুদ হোসেনের দ্বারস্থ হলে তিনি তাৎক্ষণিক ঘর নির্মাণের প্রতিশ্রুতি দেন এবং অল্প সময়ের মধ্যেই সেই প্রতিশ্রুতি পূরণ করেন। এতে তিনি এবং তার পরিবার গভীরভাবে কৃতজ্ঞ ও আনন্দিত।