khobor24h
ঢাকাশনিবার , ২৩ আগস্ট ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. জবস
  11. জাতীয়
  12. ট্যুরিজম
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশ ও জনপদ
  15. ধর্ম ও জীবন

বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে এক কিশোরকে ছুরি দিয়ে হত্যার চেষ্টা আবুল ও তার ছেলের বিরুদ্ধে অভিযোগ

Najmul Khandaker Abir
আগস্ট ২৩, ২০২৫ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

বন্দর প্রতিনিধিঃবন্দর থানাধীন কলাগাছিয়া ইউনিয়নের জিউধরা এলাকায় জমি সংক্রান্ত বিষয়ের পূর্ব শত্রুতার জের ধরে ২২ আগষ্ট বিকেল তিনটায় ইমতিয়াজ নামের এক কিশোর কে ছুরি দিয়ে হত্যার চেষ্টা চালায় আবুল ও তার ছেলে ইয়াসিন।

ইমতিয়াজ এর পিতা রিপন জানায়,আমার নিজ বসত বাড়ীর সামনে আবুল ও তার পরিবারের লোকজন বেআইনি ভাবে একত্রিও হইয়া আমার বাসার ভিতরে অনধিকারে প্রবেশ করে পূর্ব শত্রুতার জের ধরে আমার পরিবারের লোকজনদের অকথ্য ভাষায় গালিওলাজ করিতে থাকে আবুল ও তার ছেলে ।আমার ছেলে ইমতিয়াজ (১৭) আবুলকে গালিগালাজ করিতে নিষেধ করিলে তারা আমার ছেলর উপর চোরাও হয়ো এলোপাতারী কিল ঘুষি ও লাথি মারিয়া শরীরের বিভিন্নস্থানে নিলামুলা জখম করে।তাহার হাতে থাকা ধারালো সুইচ গিয়ার দিয়া আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে আমার ছেলের বুকে ০১ টি স্টেপ, ঘারে ০২ টি স্টেপ, গালে ০১ টি স্টেপ, বাম হাতের বাহুতে ০২ ষ্টেপ মারিয়া গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। তাহার হাতে থাকা ইট দিয়া আমার ছেলে বাম পায়ে বারি মারিয়া ফাঁটা রক্তাক্ত জখম করে। আমার ছেলের ডাক চিৎকারে আমার স্ত্রী ইতি বেগম (৩৮) আগাইয়া আসিলে তাহার হাতে থাকা ইট দিয়া আমার স্ত্রীর ডান পায়ে বারি মারিয়া ফাঁটা রক্তাক্ত জখম করে। আমার ছেলে ও আমার স্ত্রীর ডাক চিৎকারে আমি আগাইয়া আসিলে বিবাদীরা আমাকে এলোপাতারী কিল ঘুষি ও লাথি মারিয়া শরীরের বিভিন্নস্থানে নিলাফুলা জখম করে। আমার স্ত্রীর গলায় থাকা ০৮ আনা ওজনের স্বর্ণের চেইন, যাহার মূল্য অনুমান ৯০,০০০/-(নব্বই হাজার) টাকা এবং কানে থাকা ০৬ আনা ওজনের কানের দুল, যাহার মূল্য অনুমান ৭০,০০০/- (সত্তর হাজার) টাকা নিয়া যায়। একপর্যায়ে বিবাদীরা আমার বসত ঘরে অনধিকারে প্রবেশ করিয়া আমার বসত ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করিয়া অনুমান ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা ক্ষতি সাধন করে। আমাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসিলে বিবাদীগন আমাকে ও আমার পরিবারের লোকজনদের বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রান নাশের হুমকি প্রদান করিয়া ঘটনাস্থল হইতে চলিয়া যায়। উপস্থিত লোকজন আমাদের উদ্ধার করিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বন্দর, নারায়ণগঞ্জ নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করে।নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরন করে আমার ছেলের অবস্থা খারাপ দেখে ঐ এখানকার ডাক্তার চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।পরে আমি হাসপাতাল থেকে এসে পরিবার আত্মীয় স্বজন এর সাথে আলোচনা করে। বন্দর থানাতে ১। আবুল হোসেন (৫৫), পিতা-মৃত আব্দুস সাত্তার, ২। বাবু (২২), পিতা আবুল হোসেন, ৩। ইস্রাফিল (৫০), পিতা-মৃত আব্দুস সাত্তার, ৪। রাকিব (২৬), পিতা ইস্রাফিল, ৫। আসিফ (২৬), পিতা-মৃত কবির হোসেন, ৬। পুতুলী বেগম (৪০), স্বামী-মৃত কবির হোসেন, ৭। রুজিনা বেগম (৪২), স্বামী-আবুল হোসেন, ৮। উম্মত হোসেন (৪৫), পিতা-মৃত আব্দুস সাত্তার, অজ্ঞাতনামা ০৫/০৬ জনদের আসামি করে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।আমি প্রশাসনের কাছে এই আসামীদের দৃষ্টান্ত মুলুক শাস্তি দাবী করি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।