বন্দর প্রতিনিধিঃনারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৫ নং ওয়ার্ডের সোমবাড়িয়া বাজার এলাকায় এসিআই কারখানার মালবাহী ট্রাকের ধাক্কায় সুমাইয়া (১৮) নামের এক নারী শ্রমিক গুরুতর আহত হয়েছে । আহত সুমাইয়া শেরপুর সদর থানাধীন নমীর আলীর মেয়ে এবং বর্তমানে সে চৌরাপাড়া সোমবারড়িয়া বাজার এলাকার ভাড়াটিয়া সোহাগপুর টেক্সটাইল মিলে কাজ করে।
স্থানীয়রা জানান, আনুমানিক রাত পৌনে ১০ টায় বোনকে নিয়ে কাজের উদ্দেশ্যে রওনা হয় সুমাইয়া। সোমবারড়িয়া বাজারে ৩ রাস্তায় আসলে এসিআই কারখানার একটি মালবাহী ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে সুমাইয়া(১৮) রাস্তায় পড়ে যায়। এসময় গাড়ির চালক তার পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে যায়। তার একটি পা পুরো থেতলে যায়।
এসময় এলাকাবাসি গাড়ির চালক সহ ট্রাক আটক করে এবং আহত সুমাইয়াকে দ্রুত ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠায়। পড়ে চিকিৎসক তাকে পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন।আহতের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তারা ।
সুমাইয়ার বাবা নমীর আলী জানান, হঠাৎ খবর পাই এসিআই কম্পানীর একটি ট্রাক আমার মেয়েকে ধাক্কা দিয়েছে। শুনে এসে দেখি তার মেয়ের একটি পা থেতলে গেছে এবং গুরুতর আহত হয়েছে ।পরে স্থানীয়দের সহযোগীতায় মেয়েকে হাসপাতালে পাঠানো হয়। মেয়ের পিতা বলেন আমি এই ঘটনার বিচার চাই।