khobor24h
ঢাকাসোমবার , ৮ ডিসেম্বর ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. জবস
  11. জাতীয়
  12. ট্যুরিজম
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশ ও জনপদ
  15. ধর্ম ও জীবন
   
আজকের সর্বশেষ সবখবর

বন্দর কলাবাগ এলাকায় হত্যায় মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি শীর্ষ মাদক ব্যাবসায়ী নাঈম এর গ্রেফতার দাবী

Najmul Khandaker Abir
ডিসেম্বর ৮, ২০২৫ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

বন্দর প্রতিনিধি -নারায়ণগঞ্জ বন্দর উপজেলা থানাধীন বন্দর রেললাইন দক্ষিন কলাবাগ পিতা আলী হোসেন এর ছেলে  বুড়া নাঈম বয়স

দীর্ঘ দিন প্রকাশ্য মাদক বিক্রি করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে একসময় বন্দরে খান মাসুদের প্রভাব বিস্তার করে এলাকায় এাস রাজত্ব কায়েম করে
মাদক বিক্রি করে আসছে পট পরিবর্তন পর আবার কোন অদৃশ্য শক্তি প্র’ভাব বিস্তার করে আবার শুরু হয়েছে তার মাদক রমরমা মাদক ব্যাবসা
উল্লেখ্য গত ২৩ জুন বন্দরে একই দিনে আলোচিত জোড়া খুনের ঘটনায় মেহেদী ও কুদ্দুস নামে ২জন হত্যার ঘটনায় কুদ্দুস হত্যায় মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামী হন খুনের সাথে জড়িত বলে জানা যায় অন্যন আসামীরা গ্রেফতার হলেও ও সে প্রকাশ্য গুড়ে বেড়াচ্ছে এতে জনমনে প্রশাসনকে নিয়ে প্রস্ন যে একসময় বন্দরে সাবেক ছাএতদলীগের সাংগঠনিক সম্পাদক খানমাসুদের প্রভাব খাটিয়ে এলাকায় নানা অপকর্ম করে বেড়িয়েছিলে সেই বুড়া নাঈম জুলাই অভ্যুথনের পট পরিবর্তন মধ্যে দিয়ে হলে সেখানে আবার বেপরোয়া হয়ে উঠেছে মাদক ব্যাবসায় নিয়ে একাধিক মামলার আসামী নাঈম

নাম বলতে অনিচ্ছুক ব্যাক্তিরা সাংবাদিকদের বলেন বুড়া নাঈম কোন এক নেতার ছএছাএায় এরকম বেপরোয়া হয়ে উঠছে দিনদিন এলাকা মাদক সহজ করে কমবয়সী তরুনদের তুল দিচ্ছি এতে দিন দিন নষ্ট হচ্ছে বলে যুব সমাজ ধ্বংস পথে দ্রুত তার গ্রেফতার দাবী জানায় বন্দর থানায় প্রশাসনের কাছে।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!