khobor24h
ঢাকাসোমবার , ১৬ জুন ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. জবস
  11. জাতীয়
  12. ট্যুরিজম
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশ ও জনপদ
  15. ধর্ম ও জীবন
   
আজকের সর্বশেষ সবখবর

বন্দরে গণপিটুনিতে ডাকাত নিহত

Najmul Khandaker Abir
জুন ১৬, ২০২৫ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

 

নারায়ণগঞ্জ বন্দর উপজেলার দক্ষিণ লক্ষণখোলা এলাকায় গণপিটুনিতে এক অজ্ঞাত ডাকাত দলের সদস্য (৩৩) নিহত হয়েছে।

গতকাল সোমবার (১৬ জুন) ভোরে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার গভীর রাতে দক্ষিণ লক্ষণখোলা মাদ্রাসা স্ট্যান্ড সংলগ্ন জ্বালানী তেলের দোকান ‘আহাম্মেদ ট্রেডার্স’-এ ৬ সদস্যের একটি ডাকাত দল হামলা চালায়। তারা দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে কর্মচারীদের মারধর করে। এসময় কর্মচারীদের চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হলে ডাকাতরা পালানোর চেষ্টা করে। জনতা ধাওয়া দিয়ে দুইজনকে ধরে ফেলে এবং তাদের গণপিটুনি দেয়। এক ডাকাত কৌশলে পালিয়ে গেলেও অপরজন গুরুতর আহত হয়। পুলিশ এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় দোকান মালিক সোহান (৩০) ও কর্মচারী সানী (২৫)-কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, ঘটনাটি ডাকাতি না কি চুরি তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, ঘটনাস্থলে উপস্থিত সিআইডির পুলিশ পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, সার্ভার সমস্যার কারণে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। তার আঙুলের ছাপ সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে, পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!