বন্দর প্রতিনিধি : নারায়ণগঞ্জ বন্দরে পৃথক অভিযানে নারী মাদক ব্যবসায়ী রিংকি ও ইমন সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।
বন্দরে পৃথক স্থান থেকে অভিযান চালিয়ে এদের দুইজনের নিকট থেকে মোট ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ধৃতরা হলেন নাসিক বন্দর থানার ২০ নম্বর ওয়ার্ডের সোনাকান্দা পানির ট্যাংকি এলাকার মামুন মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী ইমন (২২) এবং একই থানাধীন একই ওয়ার্ডের সোনাকান্দা বেপারীপাড়া এলাকার শাকিল মিয়ার স্ত্রী আন্ত:জেলা অপহরণকারী গ্রুপের সদস্য ও নারী মাদক ব্যবসায়ী রিংকি বেগম (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পরে বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে তাদেরকে পৃথক মামলায় আদালতে প্রেরণ করা হয়।
এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় বন্দর থানার দড়ি সোনাকান্দা এলাকায় নিজাম মিয়ার চায়ের দোকানের সামনে এবং রাতের দিকে একই থানার কলাগাছিয়া ইউনিয়নের দিঘলদী এলাকায় জনৈক বিদু মিয়ার বাগানে পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) ইদ্রিস আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে দড়ি সোনাকান্দা এলাকায় অভিযান চালিয়ে ইমনের কাছ থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাকে গ্রেপ্তার করে।
অপরদিকে, একই থানার উপ-পরিদর্শক আব্দুল মোত্তালেবের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স কলাগাছিয়া ইউনিয়নের দিঘলদী এলাকায় অভিযান চালিয়ে নারী মাদক ব্যবসায়ী রিংকি বেগমের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাকে গ্রেপ্তার করে। এ সময় মান্নান মিয়ার ছেলে কাদির নামে আরেক মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গ্রেফতার হওয়া রিংকির বিরুদ্ধে এর আগেও বন্দর থানায় অপহরণ মামলা সহ একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা যায়।
পুলিশ জানায়,পলাতক মাদক কারবারিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



