khobor24h
ঢাকাবুধবার , ১৪ জানুয়ারি ২০২৬
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. জবস
  11. জাতীয়
  12. ট্যুরিজম
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশ ও জনপদ
  15. ধর্ম ও জীবন
   
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনে বিশৃঙ্খলা ঠেকাতে ফোর্স বাড়ানো হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

admin
জানুয়ারি ১৪, ২০২৬ ২:১৮ অপরাহ্ণ
Link Copied!

Khobor24h.com– আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচন শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হচ্ছে এবং সবাই সহযোগিতা করলে ভোটগ্রহণ সুষ্ঠুভাবেই সম্পন্ন হবে।

বুধবার (১৪ জানুয়ারি) চট্টগ্রামের সাতকানিয়ায় অবস্থিত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের ঐতিহ্যবাহী ‘বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে’ বিজিবির ১০৪তম রিক্রুটিং প্যারেডের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা সাহসী তারা দেশে ফিরে আইনের আশ্রয় নেবে। বিদেশে বসে বক্তব্য দিলে তার কোনো গুরুত্ব থাকে না। যারা পালিয়ে আছেন, তারা নানা কথা বলতে পারেন—কিন্তু আইনের আওতায় এসে কথা বললেই তার বাস্তবতা থাকে।

মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি জানান, রাখাইন অঞ্চলে বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণ থাকায় সীমান্তে নানা জটিলতা দেখা দিচ্ছে। মিয়ানমার সেনাবাহিনীর উপস্থিতি না থাকায় পরিস্থিতি আরও কঠিন হচ্ছে। এ বিষয়ে মিয়ানমার সরকারের সঙ্গে বাংলাদেশের নিয়মিত যোগাযোগ রয়েছে এবং যেকোনো সীমান্ত ঘটনায় কূটনৈতিকভাবে প্রতিবাদ জানানো হচ্ছে।

তিনি আরও বলেন, আরাকান আর্মিকে এখনো কোনো ধরনের বৈধতা দেওয়া হয়নি। সীমান্তে তাদের কর্মকাণ্ডের কারণে বিভিন্ন সময় সমস্যা তৈরি হচ্ছে। সম্প্রতি সীমান্ত এলাকায় গোলাগুলিতে একটি শিশু আহত হওয়ার ঘটনাও উল্লেখ করেন তিনি।

সীমান্ত সুরক্ষা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সীমান্তে সার্বক্ষণিক নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে। কেউ যদি সীমান্ত ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিজিবির সদ্য সমাপ্ত রিক্রুটিং প্রসঙ্গে তিনি বলেন, গত ৪৪ বছরে এই প্যারেড গ্রাউন্ডে সাধারণত ৮০০ থেকে এক হাজার সৈনিক পাস আউট করলেও এবার রেকর্ডসংখ্যক ৩ হাজার ২৩ জন নবীন সৈনিক প্রশিক্ষণ শেষ করেছে। দ্রুত তাদের বিভিন্ন ইউনিটে দায়িত্ব দেওয়া হচ্ছে।

তিনি জানান, এত বড় পরিসরে রিক্রুটমেন্টের মূল লক্ষ্য হচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন যেন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এসব নবীন সদস্য নির্বাচনী দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!