বন্দর প্রতিনিধি : নারায়ণগঞ্জ বন্দরে সরকার নির্ধারিত মুল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির দায়ে ৫টি প্রতিষ্ঠান কে অর্থ দন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (০৫ জানুয়ারি) দুপুরে বন্দর উপজেলার গোকুল দাসেরবাগ,চৌরাস্তা বাজার,নবীগঞ্জ রওশনবাগ মোড় ও বন্দর খেয়া ঘাট এলাকার বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালিত হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম এর নেতৃত্ব ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করা হয়। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সঙ্গে ছিলেন।
বাজার নিয়ন্ত্রণে রাখতে অভিযান অব্যাহত থাকবে উল্লেখ্য করে ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম জানান, আমরা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় সরকার নির্ধারিত মুল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ০৫ টি প্রতিষ্ঠানকে মোট ৬৩ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।



