khobor24h
ঢাকাবৃহস্পতিবার , ৯ অক্টোবর ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. জবস
  11. জাতীয়
  12. ট্যুরিজম
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশ ও জনপদ
  15. ধর্ম ও জীবন
   
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দোয়েল পরিবহনের বাস খাদে, আহত ১০

Najmul Khandaker Abir
অক্টোবর ৯, ২০২৫ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মালিবাগ জাঙ্গাল এলাকায় বৃহস্পতিবার বিকেলে দোয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে সোনারগাঁয়ের মোগড়াপাড়া থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় দোয়েল পরিবহনের বাসটি। পথে মালিবাগ জাঙ্গাল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়।

দুর্ঘটনার পর আশপাশের স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেন। তারা নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত যাত্রীকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠান। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

সোনারগাঁ ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ জাহিদ চৌধুরী বলেন, “খবর পেয়ে আমরা ৯ সদস্যের একটি টিম নিয়ে ঘটনাস্থলে এসেছি। আমাদের ডুবুরি দল তল্লাশি চালিয়েছে। তবে বাসটি উল্টে থাকায় কেউ নিহত হয়েছেন কিনা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ইতোমধ্যে একটি রেকার এসে পৌঁছেছে, আরেকটি আসছে। বাসটি উঠানো হলে ভিতরে কেউ আটকা পড়েছেন কিনা তা জানা যাবে।”

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।