khobor24h
ঢাকাবুধবার , ১২ নভেম্বর ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. জবস
  11. জাতীয়
  12. ট্যুরিজম
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশ ও জনপদ
  15. ধর্ম ও জীবন
   
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়িতে একটি সিএনজিচালিত অটো রিকশায় আগুন

Najmul Khandaker Abir
নভেম্বর ১২, ২০২৫ ১১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

সদর প্রতিনিধি -নারায়ণগঞ্জ সদর উপজেলার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়িতে একটি সিএনজিচালিত অটো রিকশায় আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুড়ে গেছে সিএনজিচালিত অটোরিকশাটি। বুধবার দিবাগত রাত ১০টায় এ ঘটনা ঘটে।

‎প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১০টায় জালকুড়ি বাসস্ট্যান্ডের অদূরে একটি সিএনজিকে তারা থামতে দেখেন। সিএনজিতে যাত্রী হিসেবে আসা ২ যুবক সিএনজি থেকে নেমে এটিতে আগুন ধরিয়ে দেয়। এরপর তারা দৌড়ে পালিয়ে যায়। সিএনজি ড্রাইভার ও আশেপাশের লোকজন দৌড়ে এসে আগুন নেভান। তবে এর আগেই বাহনটি পুড়ে যায়।

‎নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, দুই যাত্রী সিএনজিটি ১২০ টাকায় সাইনবোর্ড পর্যন্ত ভাড়া নেয়। জালকুড়ি এসে তারা বলে এখান থেকে আমাদের আরও একজন উঠবে। ড্রাইভার গাড়ি থামালে তারা সিএনজির পেছনে গিয়ে অপেক্ষা করতে থাকে। এক পর্যায়ে গাড়িটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।