নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মহোদয়ের পরিচয় ব্যবহারকারী প্রতারক গ্রেফতার।
সদর প্রতিনিধি -গত ০৪/১১/২০২৫ খ্রিঃ নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ের নাজির হিসেবে কর্মরত মুহাম্মদ কামরুল ইসলাম (৪৬) ফতুল্লা থানায় এজাহার দায়ের করেন যে, অজ্ঞাতনামা ব্যক্তি মোবাইল নং-০১৩৪০৯৬৪৮১৫ হতে নারায়ণগঞ্জ জেলার বর্তমান জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা মহোদয়ের পরিচয় ও ছবি ব্যবহার করে হোয়াটসএ্যাপে এবং ট্রুকলারে ডিসি, নারায়ণগঞ্জ মহোদয়ের নাম ব্যবহার করে বিভিন্ন লোকজনকে চাকুরির কথা বলে বিকাশ সহ বিভিন্ন মাধ্যমে টাকা নিচ্ছে। পরবর্তীতে পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব তারেক আল মেহেদী ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব মোঃ সোহেল রানা মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে, জেলা গোয়েন্দা শাখার ইন্সপেক্টর মোঃ এনায়েত হোসাইন ও জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম তথ্য প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যর ভিত্তিতে অভিযান পরিচালনা করে ০৪/১১/২০২৫ খ্রিঃ রাত ২১.০৫ ঘটিকায় প্রতারক ১। মোঃ রিয়াজ হোসেন (৩৭), পিতা- আবুল হোসেন, মাতা- মফিজা বেগম, সাং-ডুবের দিয়া, থানা-বাবুগঞ্জ, জেলা-বরিশাল কে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন খানপুর এলাকা হতে গ্রেফতার করেন। এসময় প্রতারক মোঃ রিয়াজ হোসেন-এর দখল থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল জব্দ করা হয়। উক্ত প্রতারক দীর্ঘদিন যাবৎ সরকারি কর্মকর্তাদের ছবি ও নাম ব্যবহার করে বিভিন্ন লোকজনদের নিকট হতে টাকা আদায় করে আসছে। তার বিরুদ্ধে সরকারি কর্মচারী বলে ছদ্মবেশ ধারণ করে প্রতারণা করার অভিযোগে ফতুল্লা মডেল থানায় মামলা গ্রহণপূর্বক বিধি মোতাবেক ০৭ (সাত) দিনের রিমান্ড চেয়ে অদ্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



